নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন আজমেরী হক বাঁধন। 'উৎসব' চলচ্চিত্রের জন্য প্রশংসিত পরিচালক তানিম নূর পরিচালিত 'বনলতা এক্সপ্রেস' সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সেই অভিজ্ঞতা ও সিনেমা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

বাঁধন বলেন, 'এফডিসিতে সেট ফেলে শুটিং অনেক দূর এগিয়েছে। বাকি অংশের শুটিং দেশের কোনো একটি জঙ্গলে হবে। যতটুকু শুটিং করেছি, খুব ভালো হয়েছে। এফডিসিতে এমন আয়োজন করে সেট ফেলে আগে শুটিং হয়েছে কি না, আমার জানা নেই।'

নন্দিত লেখক হুমায়ূন আহমেদের 'কিছুক্ষণ' উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে 'বনলতা এক্সপ্রেস'। তানিম নূরের আগের সিনেমা 'উৎসব'-এর সঙ্গে তুলনা করলে কেমন সাড়া পাবেন, জানতে চাইলে বাঁধন বলেন, 'আমার বিশ্বাস, "উৎসব" সিনেমার চেয়ে "বনলতা এক্সপ্রেস" বেশি হিট হবে। এটি অনেক জনপ্রিয়তা পাবে এবং দর্শকরা আগ্রহ নিয়ে দেখবেন।'

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সায়মুল ও স্বাধীন। চিত্রনাট্যের প্রশংসা করে বাঁধন বলেন, 'স্ক্রিপ্ট খুবই ভালো হয়েছে। প্রতিটি সংলাপে দর্শকরা হাসবেন। হুমায়ূন আহমেদ স্যারের গল্প যেমন পাঠককে টানতে পারে, ঠিক সেভাবেই চিত্রনাট্য লেখা হয়েছে।' তিনি জানান, এটি মূলত একটি ট্রেনের গল্প। ট্রেনে থাকা যাত্রীদের জীবনের নানা গল্প উঠে আসবে এতে।

'বনলতা এক্সপ্রেস' সিনেমায় বাঁধনের বিপরীতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। সহশিল্পী সম্পর্কে তিনি বলেন, 'চঞ্চল ভাইয়ের সঙ্গে অনেক নাটক করেছি, কিন্তু সিনেমা এই প্রথম। সহশিল্পী হিসেবে তিনি দারুণ এবং খুবই সহযোগিতাপরায়ণ। আমাদের জুটিটা দর্শকরা গ্রহণ করবেন বলে আশা করি।'

সিনেমায় বাঁধন একজন ধনী নারীর চরিত্রে অভিনয় করছেন। তিনি বলেন, 'এমন চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। দর্শকরা আমাকে নতুনভাবে দেখবেন। অন্যরকম একটি চরিত্র, খুব উপভোগ করে কাজটি করছি।'

শুটিং শুরুর আগে হুমায়ূন আহমেদের 'কিছুক্ষণ' উপন্যাসটি একাধিকবার পড়েছেন বাঁধন। তিনি বলেন, 'স্যারের সব বই আমার সংগ্রহে আছে। তবে শুটিংয়ে যাওয়ার আগে উপন্যাসটি নতুন করে আবার পড়েছি। এটি আমার খুবই পছন্দের একটি উপন্যাস।'

তানিম নূরের পরিচালনা ও সিনেমার টিম সম্পর্কে বাঁধন বলেন, 'অসাধারণ একটি টিম। খুব গোছানো। বাংলাদেশে এমন গোছানো টিম আগে হয়েছে কি না জানি না। প্রতিটি বিভাগ দারুণভাবে কাজ করছে, যার ফলে শুটিংও ভালো হচ্ছে। তানিম নূর ভীষণ মেধাবী পরিচালক। আমরা একসঙ্গে জুলাই আন্দোলনেও ছিলাম। তিনি খুব শান্ত মানুষ এবং কাজটা ভালো বোঝেন।'

হুমায়ূন আহমেদের গল্পে কাজ করতে পেরে উচ্ছ্বসিত বাঁধন। তিনি বলেন, 'স্যারের গল্প অবলম্বনে "দারুচিনি দ্বীপ" সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও পরীক্ষার কারণে করতে পারিনি। সেজন্য আফসোস ছিল। এবার "বনলতা এক্সপ্রেস"-এ কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। সত্যি বলতে, আমি লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলাম হুমায়ূন আহমেদ স্যারের জন্যই। তাই তার গল্পে কাজ করাটা আমার জন্য অনেক আনন্দের।'

বাঁধন জানান, তার মেয়ে 'উৎসব' সিনেমা দেখে খুব পছন্দ করেছে এবং চেয়েছে মা যেন তানিম নূরের সিনেমায় অভিনয় করেন। নিজেরও ইচ্ছে ছিল তানিম নূরের সঙ্গে কাজ করার।

এদিকে নতুন আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বাঁধন। আশা করছেন, নির্বাচনের পর সেটির শুটিং শুরু করবেন। এ ছাড়া, তার অভিনীত রেজওয়ান শাহরিয়ার পরিচালিত 'মাস্টার' সিনেমাটি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। উৎসবে যোগ দিতে বাঁধনও নেদারল্যান্ডস যাচ্ছেন বলে জানান।