দেশের অন্যতম রক ব্যান্ড আভাসের ষষ্ঠ গান 'সত্তা' প্রকাশিত হয়েছে।

এ নিয়ে ব্যান্ডের ভোকাল তানযীর তুহীন বলেন, 'ব্যক্তি জীবনে আমরা সবাই একটা সত্তা নিয়ে বেড়ে উঠি। জীবনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে প্রত্যেকেই নিজের সত্তাকে খুঁজে পাই। এই গান সেই খোঁজের গল্প।'

তিনি আরও বলেন, 'মানুষ যেন সবার সত্তাকে চিনতে পারে, নিজেকে ভালো রাখতে পারে, এটিই আমাদের বার্তা।'

'সত্তা' গানটি পরিচালনা করেছেন মুন্তাকিম আল মাহিন, প্রযোজনা করেছেন সোহাগ চৌধুরী। গানের কথা লিখেছেন তানযীর তুহীন। সুর করেছেন তানযীর তুহীন ও রাজু শেখ। গানটির অডিও মিক্স ও মাস্টারিং করেছেন রাশেদ শরীফ শোয়েব।

'সত্তা' গানটির অডিও ও ভিডিও সংস্করণ পাওয়া যাচ্ছে আভাসের ফেসবুক পেজ ও অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, গুগল প্লে, আইটিউনস বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় ওটিটি প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

শুরু থেকেই শ্রোতাদের উপহার দিয়ে আসছে দর্শকপ্রিয় গান। ইতোমধ্যে প্রকাশ করেছে পাঁচটি মৌলিক গান, 'মানুষ-১', 'আভাস', 'বাস্তব', 'অনাথ' ও 'ক্যামেরা'।

'আভাস' ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন তানযীর তুহীন (ভোকাল), রাজু শেখ (বেজ গিটার), হিমেল সারিয়ার (গিটার), আরাফাত শাওন (কিবোর্ড), রাশেদ জনি (ড্রামস)।