ছয়বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন। সেই ধারাবাহিকতায় এবার রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমা 'প্রেসার কুকার'-এর শুটিং শুরু করেছেন তিনি।

নতুন এই সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে ফজলুর রহমান বাবু বলেন, 'যে চরিত্রে অভিনয় করছি, দর্শকরা আমাকে এভাবে আগে কখনো দেখেননি। এটি খুবই চ্যালেঞ্জিং এবং আমার আগের কাজগুলো থেকে একেবারেই আলাদা।'

সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'পুরোটা এখনই বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, গল্পটি ভিন্নধর্মী। "প্রেসার কুকার" দেখে দর্শকরা বিনোদনের পাশাপাশি ভাবনার খোরাকও পাবেন। আমার বিশ্বাস, এটি খুব ভালো একটি সিনেমা হবে এবং দর্শকরা হলমুখী হবেন।'

'প্রেসার কুকার' সিনেমায় ফজলুর রহমান বাবুর সহশিল্পী হিসেবে আছেন শহীদুজ্জামান সেলিম, শবনম বুবলী, গাজী রাকায়েত ও নাজিফা তুষি প্রমুখ।

পরিচালক রায়হান রাফীর প্রশংসা করে বাবু বলেন, 'রায়হান রাফীর সব সিনেমাতেই ভিন্নতা থাকে। তার পরিচালিত "খাঁচার ভেতর অচিন পাখি" সহ কয়েকটি সিনেমায় আমি কাজ করেছি। তিনি সব সময় নতুন কিছু নিয়ে আসেন এবং দর্শকদের রুচি বুঝতে পারেন। তার সব সিনেমাই দর্শকদের হলমুখী করেছে এবং আলোচনায় এসেছে। নতুন এই সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলে আমার বিশ্বাস।'

তরুণ পরিচালকদের নিয়ে ভীষণ আশাবাদী ফজলুর রহমান বাবু। তিনি বলেন, 'আমাদের এখানে হল কমে গেছে, হলবিমুখতাও ছিল। কিন্তু রায়হান রাফী, তানিম নূর, হিমেল আশরাফ, সঞ্জয় সমদ্দার ও মেহেদী হাসান হৃদয়ের মতো তরুণ পরিচালকেরা ভালো গল্প নিয়ে কাজ করছেন। তাদের সিনেমা দর্শক টানতে পারছে। এ জন্যই আমি আশাবাদী।'

'প্রেসার কুকার' ছাড়াও খুব শিগগির হাসান মোর্শেদের একটি নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানান ফজলুর রহমান বাবু। সিনেমার পাশাপাশি নাটকেও নিয়মিত সময় দিচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন এবং আরও কিছু নাটকে অভিনয়ের কথা রয়েছে।

বাংলাদেশের নাটক সম্পর্কে তিনি বলেন, 'আমাদের নাটক গল্পনির্ভর। অনেক ভালো ভালো গল্প নিয়ে নাটক হচ্ছে এবং দর্শকরা সেগুলো দেখছেন।'

চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে নিজের সৌভাগ্য মনে করেন ফজলুর রহমান বাবু। তিনি বলেন, 'নাটকে অনেক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পেরেছি এবং আগামীতেও করতে চাই। অভিজ্ঞতা এখানে বড় ভূমিকা রাখে। জীবনে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত—সব শ্রেণির মানুষকে খুব কাছ থেকে দেখেছি। অভিনয়ের সময় সেই অভিজ্ঞতাগুলোই কাজে লাগাই।'