নব্বই দশক ছিল বাংলাদেশের টেলিভিশন নাটকের জন্য এক 'সোনালি সময়'। বিটিভির সেই একচ্ছত্র আধিপত্যের যুগে অভিনয়গুণে দর্শকদের ড্রয়িংরুমে জায়গা করে নিয়েছিলেন একঝাঁক তারকা। তাদের মধ্যে অন্যতম—জাহিদ হাসান, আজিজুল হাকিম, তৌকীর আহমেদ, খালেদ খান, শহীদুজ্জামান সেলিম, টনি ডায়েস, জাহিদ হোসেন শোভন ও শফিক সাদেকী।
জেনে নেওয়া যাক নব্বইয়ের দশকে পর্দা মাতানো সেইসব নায়কের কথা।
জাহিদ হাসান: সিরাজগঞ্জ শহরে বন্ধুদের কাছে এবং পরিবারে তিনি 'পুলক' নামেই পরিচিত। স্কুলজীবনে যাত্রাপালা ও মঞ্চনাটক দেখেই অভিনয়ে আগ্রহ জন্মে তার। একসময় নিজ শহরেই নাটকের দলের সঙ্গে যুক্ত হন। কলেজজীবনে মঞ্চনাটকে আরও বেশি সরব হয়ে ওঠেন। এইচএসসি পাসের পর অভিনয়ের স্বপ্ন নিয়ে চলে আসেন রাজধানীতে। যোগ দেন তারিক আনাম খানের 'নাট্যকেন্দ্র'-এ। একদিকে মঞ্চ, অন্যদিকে টিভি নাটকের চেষ্টা—দুটোই চলতে থাকে সমানতালে। অবশেষে নব্বইয়ের দশকে সুযোগ আসে ছোটপর্দায়। ১৯৯০ সালে বিটিভিতে 'জীবন যেমন' নাটক দিয়ে তার যাত্রা শুরু। এরপর আর পেছনে তাকাতে হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের 'সমাপ্তি' গল্প অবলম্বনে নির্মিত এই নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। একে একে অভিনয় করেন 'কাশবনের কন্যা', 'সখী ভালোবাসা কারে কয়', 'ছবি শুধু ছবি নয়'-এর মতো জনপ্রিয় সব নাটকে। কয়েক দশক ধরে তিনি দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন।
আজিজুল হাকিম: নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেতা আজিজুল হাকিম। বিটিভিতে প্রচারিত সাড়া জাগানো ধারাবাহিক 'কোন কাননের ফুল'-এ 'অলি' চরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি পান। এই নাটক তাকে এতটাই খ্যাতি এনে দেয় যে, দীর্ঘদিন তাকে 'অলি' নামেই ডাকতেন। এই নাটকে তার বিপরীতে ছিলেন শমী কায়সার। হুমায়ূন আহমেদের সাড়া জাগানো 'নক্ষত্রের রাত' ধারাবাহিকেও ছিলেন তিনি। ছোটপর্দায় তার ক্যারিয়ার শুরু হয়েছিল 'নোঙর' নামের নাটকে ছোট একটি চরিত্র দিয়ে। পরবর্তী সময়ে 'সময় অসময়', 'দিনরাত্রির খেলা'র মতো নাটকগুলো তাকে দর্শকপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।
তৌকীর আহমেদ: দেশের সর্বকালের দর্শকপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম 'রূপনগর'। এই নাটকে তৌকীর আহমেদ নিজের অভিনয় দিয়ে তুমুল আলোচনায় আসেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এক ঘণ্টার নাটক 'ফিরিয়ে দাও' দিয়েও তিনি দারুণ প্রশংসিত হন। পুরো নব্বই দশকজুড়ে রোমান্টিক নায়ক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্র পরিচালনায়ও তিনি সমান মুন্সিয়ানা দেখাচ্ছেন।
খালেদ খান: মঞ্চ ও টেলিভিশনের শক্তিমান এই অভিনেতা আশির দশকেও নাটকে ছিলেন সরব। দেশসেরা নাটকের দল 'নাগরিক নাট্য সম্প্রদায়'-এর হয়ে বহু মঞ্চনাটকে অভিনয় করেছেন। তবে নব্বই দশকে তার জনপ্রিয়তা নতুন মাত্রা পায়। বিশেষ করে 'রূপনগর' নাটকে হেলাল চরিত্রটি ছিল তার ক্যারিয়ারের বড় টার্নিং পয়েন্ট। এই নাটকে তার বলা 'ছি ছি, তুমি এত খারাপ?' সংলাপটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। এছাড়া হুমায়ূন আহমেদের 'এইসব দিনরাত্রি' এবং 'মফস্বল সংবাদ' ধারাবাহিকে সাংবাদিক চরিত্র তাকে খ্যাতি এনে দেয়। নব্বই দশকে টিভি নাটকে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
শহীদুজ্জামান সেলিম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে অভিনয়ে হাতেখড়ি। এরপর যোগ দেন ঢাকা থিয়েটারে। টিভি নাটকে শহীদুজ্জামান সেলিমের অভিষেক হয় 'হাত হদাই' নাটক দিয়ে। তবে তিনি আলোচনায় আসেন নব্বইয়ের দশকের জনপ্রিয় ধারাবাহিক 'জোনাকি জ্বলে'র মাধ্যমে। প্রথম নাটকেই নিজের জাত চিনিয়েছিলেন। এরপর টানা কয়েক দশক ধরে টিভি নাটক, মঞ্চ ও চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও তিনি দারুণ ব্যস্ত। অনেকগুলো নাটকও পরিচালনা করেছেন তিনি।
টনি ডায়েস: অন্য অনেকের মতোই টনি ডায়েসের অভিনয়ে আগমন মঞ্চ দিয়ে। নব্বইয়ের দশকের শুরুর দিকে যোগ দেন 'নাগরিক নাট্য সম্প্রদায়'-এ। ধীরে ধীরে মঞ্চ নাটক, আবৃত্তি, টিভি নাটক ও চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ে তার। বিটিভির আলোচিত নাটক 'তথাপি' দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু। ক্যারিয়ারে চার শতাধিক নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। সাদিয়া ইসলাম মৌ-এর প্রথম নাটক 'অভিমানে অনুভবে'-এর নায়ক ছিলেন তিনি। ক্যারিয়ারের সুসময়ে দেশ ছেড়ে আমেরিকায় স্থায়ী হন এই অভিনেতা। স্ত্রী-কন্যা নিয়ে বর্তমানে সেখানেই বসবাস করছেন।
শফিক সাদেকী: মঞ্চ দিয়ে অভিনয় জীবন শুরু করা শফিক সাদেকী পুরো নব্বই দশকজুড়ে বিটিভির নাটকে নিয়মিত মুখ ছিলেন। জনপ্রিয় ধারাবাহিক 'কোন কাননের ফুল' ও 'বড় বাড়ি' নাটকে অভিনয় করে তিনি বেশ পরিচিতি পান। এছাড়া 'সুবর্ণ সময়', 'এক জনমে', 'জলাশয় কতদূরে', 'মাটির মায়া' ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হয়। 'সেই তুমি এলে', 'চেনা জন চেনা মন', 'অন্তরে', 'নিশ্বাসে বিশ্বাসে'র মতো নাটকগুলো তাকে দর্শকদের কাছে প্রিয় করে তোলে।
জাহিদ হোসেন শোভন: ১৯৯০ সালে 'থিয়েটার আরামবাগ'-এ যোগ দেন জাহিদ হোসেন শোভন। ১৯৯১ সালে বিটিভির তালিকাভুক্ত হন এবং প্রথম অভিনয় করেন 'তিন বোন' নাটকে। তবে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল 'প্রিয়জন'। এতে তার বিপরীতে ছিলেন তিশা। একই নাটকে তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতও অভিনয় করেছিলেন। নব্বই দশকে বিটিভির নাটকের পাশাপাশি মঞ্চ ও চলচ্চিত্রেও তিনি ছিলেন নিয়মিত। এখনো তিনি অভিনয় চালিয়ে যাচ্ছেন।
এই তারকাদের বাইরেও নব্বই দশকে টিভি নাটকের পরিচিত মুখের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসেন দোদুল, সোহেল আরমান, সেলিম মাহবুব, মেরাজ আন্না প্রমুখ।
পাঠকের মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য (১)
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!