ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন তার পরিবার।

লন্ডনে ইলিয়াস কাঞ্চন তার মেয়ের জামাই আরিফুল ইসলামের বাসায় অবস্থান করছেন। 

আজ রোববার বিকেলে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন আরিফুল ইসলাম। 

তিনি বলেন, 'আব্বু আগের চেয়ে ভালো আছেন। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি খুব ক্লান্ত। শরীরের ওপর দিয়ে অনেক ধকল গেছে।'

ইলিয়াস কাঞ্চন এখন কথা বলতে পারেন কি না—এ প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম জানান, তিনি এখন কথা বলতে পারেন। আগে খুব কম কথা বলতেন এবং কথা বলতে গেলে সমস্যা হতো। কিন্তু বর্তমানে তিনি মোটামুটি কথা বলেন। সার্জারির পর একসময় তিনি কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছিলেন।

দেশের খোঁজখবর নেন কি না জানতে চাইলে আরিফুল ইসলাম বলেন, 'আব্বু দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ। তিনি জেনেছেন, দেশের সব মানুষ তার জন্য দোয়া করেছেন এবং খোঁজ নিয়েছেন। তাই সবার প্রতি তিনি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন। মানুষের এত ভালোবাসায় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন।'

তিনি আরও জানান, ইলিয়াস কাঞ্চন দেশ ও দেশের মানুষ নিয়েও ভাবেন এবং দেশের মানুষের মঙ্গল কামনায় মন থেকে দোয়া করেন।

চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে আরিফুল ইসলাম বলেন, রেডিওথেরাপি শেষ হয়েছে। এরপর এক মাসের বিশ্রাম দেওয়া হয়েছিল। পাশাপাশি নিয়মিতভাবে প্রতি মাসে এমআরআই, বডি চেকআপসহ বিভিন্ন পরীক্ষা করাতে হচ্ছে। 

তিনি বলেন, 'আমরা সবার ভালোবাসা ও দোয়া পেয়েছি। আব্বুর জন্য আরও দোয়া চাই, যেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।'

কিছুদিন আগে ইলিয়াস কাঞ্চনের জন্মদিন ছিল। সেই দিনটি কেমন কেটেছে জানতে চাইলে আরিফুল ইসলাম বলেন, 'জন্মদিনে আব্বু কেক কাটতে চাননি। আমরা একপ্রকার জোর করেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। এরপর সবাই মিলে তাঁকে নিয়ে লন্ডন শহরের বাইরে যাই। সেখানে নিজেদের মধ্যে পিকনিকের মতো আয়োজন করি। ওই দিন আব্বু খুব উপভোগ করেছেন।'

ঢাকাই সিনেমার সোনালি দিনের এই জনপ্রিয় নায়ক রেকর্ডসংখ্যক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। 'বেদের মেয়ে জোছনা' চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকমহলে বিশেষ জনপ্রিয়তা পান এবং ছবিটি ঢাকাই সিনেমার ইতিহাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। 'ভেজা চোখ'সহ নানা সামাজিক, রোমান্টিক ও লোকধর্মী চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের আবেগে ছুঁয়েছেন তিনি।

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ইলিয়াস কাঞ্চন একুশে পদকসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন।