কাওয়ালি সম্রাটদের রাজা নুসরাত ফতেহ আলী খান। উপমহাদেশের অন্যতম এই সংগীতশিল্পীর স্মরণে ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এক কাওয়ালি ও সুফি কনসার্ট।
জানা গেছে, আসছে ২৫ অক্টোবর ‘শাম-ই-নুসরাত’ নামের এই আয়োজনটি অনুষ্ঠিত হবে। এটি যৌথভাবে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস এবং কারার- দ্য সুফি ব্যান্ড আয়োজন করেছে।
আয়োজকরা জানান, ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশেষ কাওয়ালি কনসার্ট।
তাদের কথায়, এই আয়োজনের মূল উদ্দেশ্য নুসরাত ফতেহ আলী খানের অসাধারণ সংগীত জীবন ও তার আধ্যাত্মিক সুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। তাকে স্মরণ করে এই কনসার্টে পরিবেশিত হবে সুফি ঘরানার কাওয়ালি ও আধ্যাত্মিক সংগীত, যা শ্রোতাদের নিয়ে যাবে এক অনন্য মরমি অভিজ্ঞতায়।
অনুষ্ঠানে পারফর্ম করবে সুফি ব্যান্ড কারার। যারা নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পরিবেশনায় মুগ্ধ করবে উপস্থিত শ্রোতাদের। এছাড়াও, থাকবে সুফি ড্যান্স পারফরমেন্স।
আয়োজকরা জানান, এই কনসার্ট উপভোগ করতে হলে গুনতে হবে প্রতি টিকিট ১ হাজার টাকা। পাওয়া যাচ্ছে টিকিটো বাংলাদেশ নামের ওয়েবসাইটে।
এনএটি
পাঠকের মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য (১)
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!