চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী সম্প্রতি ঘোষণা দিয়েছেন 'আন্ধার' নির্মাণের। এটাই নাকি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের সিনেমা। এ নিয়ে দারুণ আলোচনায় রয়েছেন উচ্চাভিলাষী এই নির্মাতা।

দ্য ডেইলি স্টারে আড্ডায় বসে তিনি ইঙ্গিত দিলেন, ঝুলিতে তার আরও অনেক চমক রয়েছে।

'আন্ধার' সিনেমার অভিনয়শিল্পীদের এতদিন গোপন রাখলেন কীভাবে?

আমরা শুরু থেকেই গোপনীয়তার চুক্তি করেছি এবং কঠোরভাবেই সেটি মেনে চলেছি। 'তাণ্ডব' সিনেমার শুটিংয়ের সময় একজন টিকটকে কিছু দৃশ্য ফাঁস করে ফেলেছিল। তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। পরে তার মোবাইলে চলচ্চিত্রের বাইরের আরও অনেক আপত্তিকর ভিডিও পাওয়া যায়।

'আন্ধার' সিনেমার সবকিছু খুব সুন্দরভাবে হয়েছে। কারণ, সবাই দৃঢ়প্রতিজ্ঞ ছিল যে, সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে চলবে।

আপনি বলেছেন, এই সিনেমার পোস্ট-প্রোডাকশনে বাজেট হবে অনেক বড়।

আসলেই তাই হবে। এই সিনেমার পোস্ট-প্রোডাকশনের বাজেট হবে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ। দেশের বাইরে একটি টাকারও খরচ করিনি। সব দেশেই হয়েছে। এই ছবির জন্য আমরা রাস্তা, হ্রদ, এমনকি শুটিং ক্যাম্পও বানিয়েছি।

চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নাজিফা তুষি, রিহান, মোস্তফা মনোয়ার, আফসানা মিমি ও গাজী রাকায়েত—সবাই নিজেদের সেরাটা দিয়েছেন। এখন শুরু হবে পোস্ট-প্রোডাকশনের জাদু। এর জন্য প্রায় এক বছর সময় লাগবে।

'লায়ন'-এর কী অবস্থা? দর্শক শরিফুল রাজ ও জিতের জুটি দেখার জন্য অধীর আগ্রহে আছে।

আমার হাতে এখন বেশ কয়েকটি সিনেমা। তাই কোনো একটি সিনেমা নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না। আগামী দুই ঈদে দুটি সিনেমা মুক্তির পরিকল্পনা আছে।

আর আলফা-আই ও এসভিএফ-এর সঙ্গে নতুন কিছু কাজ নিয়ে চুক্তিবদ্ধ হয়েছি।

'তাণ্ডব'-এর শেষে ছিল দারুণ একটি ক্লিফহ্যাঙ্গার। সিক্যুয়েল কবে ঘোষণা করবেন?

এটা এখনো কাউকে জানাইনি। এই মাসেই সিক্যুয়েলের ঘোষণা আসবে। কিন্তু, সেটা 'সুড়ঙ্গ ২' নাকি 'তাণ্ডব ২' তা জানতে একটু অপেক্ষা করতে হবে!

'সুরঙ্গ ২'-এ কি শাকিব খান থাকবেন?

হতে পারে!

আপনার অনেক ওজন কমেছে। কবে থেকে স্বাস্থ্য সচেতন হলেন?

'সুড়ঙ্গ' শেষ করার পর ভীষণ ক্লান্তি আর অস্বস্তি বোধ করতাম। অতিরিক্ত ওজনের কারণে এমন হচ্ছিল। কাজেও এর প্রভাব পড়ছিল। তাই শরীরের যত্ন নেওয়া শুরু করি।

স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়ামের পাশাপাশি ধূমপানও ছেড়েছি। এখন পর্যন্ত ১৬ কেজি ওজন কমাতে পেরেছি।

সবাইকে বলতে চাই, শরীরের যত্নই সবার আগে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন।

সিনেমার গল্প ভাবেন কীভাবে?

একটি গল্প নিয়ে শুটিং পর্যন্ত পৌঁছাতে অন্তত এক বছর সময় লাগে। আমি আগেই গল্পগুলো লিখে রাখি। তারপর কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত নিই যে কোনটা নিয়ে কাজ করব।

আমি সিনেমার ভেতরেই বাঁচি, শ্বাস নিই। এমনকি ২০২৭ সালে কোন সিনেমা করব, সেটাও ঠিক করে ফেলেছি।

পাঠকদের উদ্দেশে কিছু বলুন।

সবাইকে শুধুই ধন্যবাদ দেওয়ার আছে। 'পরাণ ২' থেকে 'তাণ্ডব'—সবকিছুই সম্ভব হয়েছে আপনাদের জন্য।

আপনাদের শুধু জানিয়ে রাখতে চাই, আমার পরবর্তী টার্গেট শুধু দেশের চলচ্চিত্র শিল্পের মান ধরে রাখা নয়, বরং আন্তর্জাতিক মান অর্জন করা। আমি বিশ্বাস করি, আমাদের সিনেমাকে বিশ্বমঞ্চে তুলতে হলে সেখানেই পৌঁছাতে হবে।