বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের শুভকামনা পেল ঢাকার সিনেমার শীর্ষনায়ক মেগাস্টার শাকিব খানের 'প্রিন্স' সিনেমা টিম।
শনিবার রাতে মুম্বাইয়ে প্রিন্সের ডিওপি অমিত রায়ের মাধ্যমে বিগ-বি'র সাক্ষাৎ পান প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা।
সিনেমা প্রসঙ্গে জানতেই অমিতাভ বচ্চন শুভকামনা জানান। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে প্রিন্স। আগামী ঈদে সিনেমাটি মুক্তি পাবে। ডিসেম্বরের শুরুতে হবে শুটিং শুরু। এর আগে প্রি-প্রোডাকশনের কাজে মুম্বাই রয়েছে পরিচালক ও প্রযোজক।
মুম্বাই থেকে নির্মাতা আবু হায়াত মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'অমিতাভ বচ্চন স্যার একটি শুটিংয়ে ছিলেন। তার মধ্যে অমিত দাদার সঙ্গে আমরা গিয়েছিলাম। বাংলা সিনেমায় আমরা অনেক বড় কিছু করতে যাচ্ছি জানতে পেরে ভীষণ খুশি হয়েছেন, এমনকি শাকিব ভাই সম্পর্কেও জেনেছেন।'
তিনি বলেন, 'অমিতাভ বচ্চন আমাদের সঙ্গে বাংলাতেও কথা বলেছেন। তার অতি মূল্যবান সময় থেকে কিছু সময় পেয়ে আমরা গর্বিত।'
পাঠকের মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য (১)
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!