যুক্তরাষ্ট্রের ন্যু মেটাল ঘরানার সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডের অন্যতম লিম্প বিজকিট। অনেকের মতে, মেটাল সঙ্গীতের এই নতুন ধাঁচের উদ্ভাবনও ওই ব্যান্ডের হাত ধরেই হয়েছে।
গতকাল শনিবার ব্যান্ডটির অন্যতম প্রতিষ্ঠাতা ও বেইজ গিটারিস্ট স্যাম রিভার্স (৪৮) মারা গেছেন।
ব্যান্ডের আনুষ্ঠানিক ঘোষণার বরাত দিয়ে আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইনস্টাগ্রামে ব্যান্ডটির অন্য সদস্যদের পক্ষ থেকে দেওয়া পোস্টে বলা হয়, 'আজ আমরা আমাদের ভাইকে হারিয়েছে। তিনি আমাদের ব্যান্ডমেট ছিলেন। ছিলেন ব্যান্ডের হৃদযন্ত্রের অংশ।'
বিবৃতিতে ফ্রেড ডার্স্ট, ওয়েস বোরল্যান্ড, জন অটো ও ডিজে লিথাল এর নাম উল্লেখ করা হয়েছে।
তবে এতে স্যামের মৃত্যুর কারণ জানানো হয়নি।
ব্যান্ডের সদস্যরা বলেন, 'স্যাম রিভার্স শুধু আমাদের বেইজ বাদকই ছিলেন না—আর হাতে ছিল খাঁটি ও অকৃত্রিম জাদু। আমরা সবাই একত্রে প্রথম যে নোটটি বাজিয়েছিলাম, সেখান থেকে শুরু করে যতদিন একসঙ্গে বাজিয়েছি, তার পুরোটা সময় জুড়ে স্যাম সুরেলা ও ছন্দময় আলোকে আমাদেরকে আচ্ছন্ন করে রাখতেন। তার বিকল্প কখনোই খুঁজে পাওয়া যাবে না। তার প্রতিভা ছিল সহজাত । মুহূর্তের জন্যেও তার উপস্থিতি ভুলে যাওয়া সম্ভব নয়। তিনি ছিলেন অত্যন্ত হৃদয়বান একজন মানুষ।'
১৯৯৪ সালে স্যাম ও ফ্রেড লিম্প বিজকিট প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সালে তাদের প্রথম অ্যালবাম 'থ্রি ডলার বিল, ইয়া'অল' প্রকাশ পায়।
প্রথম দুই অ্যালবামের সাফল্যের পর তাদের তৃতীয় অ্যালবামটি প্রকাশের সঙ্গে সঙ্গে মার্কিন বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষ স্থান দখল করে নেয়। অ্যালবামের নাম ছিল 'চকলেট স্টারফিশ অ্যান্ড দ্য হট ডগ ফ্লেভার্ড ওয়াটার।'
২০০০ সালে প্রকাশে পর এক সপ্তাহের ব্যবধানে অ্যালবামের ১০ লাখ কপি বিক্রি হয়ে যায়।
২০১৫ সালে ব্যান্ড ছেড়ে যান স্যাম। অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে সুস্থ হয়ে ২০১৮ সালে তিনি আবারও লিম্প বিজকিটে ফিরে আসেন এবং ২০২১ সালে তাদের সর্বশেষ অ্যালবামে কাজ করেন।
ব্যান্ডের সদস্যরা স্যাম রিভার্সকে একজন কালজয়ী তারকার আখ্যা দেন।
'আমরা তোমাকে ভালবাসি, স্যাম। আমরা সব সময় তোমাকে আমাদের সঙ্গেই রাখব'।
'এবার শান্তিতে ঘুমাও, ভাই। তোমার গানের দিনগুলো কখনো শেষ হবে না।'
ডিজে লিথাল আলাদা করে দেওয়া মন্তব্যে বলেন, 'আমরা এখনো শোক কাটিয়ে উঠতে পারিনি।'
তিনি স্যামের পরিবারের সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করেন।
পাঠকের মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য (১)
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!