উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। ৬০ বছরের সংগীতজীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, উর্দু, ইংরেজিসহ অনেক ভাষায় গান গেয়েছেন তিনি। তার গাওয়া অন্যতম দর্শকপ্রিয় গান 'দমা দম মাস্ত কালান্দার'।

তিনি নতুন করে গানটি গেয়েছেন কোক স্টুডিও বাংলা প্ল্যাটফর্মে। জন্মদিনের আগের দিন প্রকাশ পেয়েছে গানটি।

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শোনা যাচ্ছিল এই সিজনে গাইবেন রুনা লায়লা।

অবশেষে, ১৪ নভেম্বর প্রকাশ হয়েছে গানের টিজার এবং আজ রোববার সন্ধ্যায় প্রকাশিত হয় সেই গান।

আগামীকাল ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। এ উপলক্ষেই শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে কোক স্টুডিও বাংলা প্রকাশ করছে 'দমা দম মাস্ত কালান্দার' গানটি।

গানটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের অষ্টম গান।