জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। পরিবারের সঙ্গে বেশ আনন্দেই কেটেছে তার দিন।
দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে জন্মদিনে তার মায়ের দেওয়া সারপ্রাইজ সম্পর্কে জানান মিম। বলেন, 'মা আমাকে একটি চমৎকার উপহার দিয়েছেন। আনন্দে মাকে জড়িয়ে ধরেছিলাম।'
'এক বন্ধু আমকে একটি ব্রেসলেট দিয়েছিল। খুব পছন্দের সেই উপহারটি হারিয়ে ফেলেছিলাম। ঠিক ১২টা এক মিনিটে আমাকে একই রকম দেখতে ব্রেসলেট উপহার দিয়েছে মা,' বলেন মিম।
তিনি আরও বলেন, 'মা তো সারাজীবন দিয়েই গেছেন। বাবা-মার কথা বলে শেষ করা যাবে না। আমার জীবনে তাদের অবদানই সবচেয়ে বেশি। তবে বিশেষ দিনে হারিয়ে যাওয়া প্রিয় জিনিসটির মতো আরেকটি উপহার পাওয়া ভীষণ আনন্দের।'
জন্মদিনে স্বামীর কাছ থেকে পাওয়া উপহারগুলোর মধ্যে শাড়ি তার খুব পছন্দ হয়েছে, জানান অভিনেত্রী। মিম বলেন, 'সনির কাছ থেকে তো উপহার পাই! এবারও পেয়েছি অনেক কিছু। তার মধ্যে লাল রঙের একটি শাড়ি খুব পছন্দ হয়েছে। এটাও দারুণ একটি সারপ্রাইজ।'
'ভক্তরাও উপহার পাঠান জন্মদিনে, কাছের মানুষেরাও। এবারও অনেকে ফুল পাঠিয়েছেন। ফুলের মধ্যে সুন্দর সুন্দর কথা লিখেছেন। এসব বড় পাওয়া।'
তিনি আরও বলেন, 'সত্যি কথা বলতে জন্মদিনে মানুষের বাড়তি ভালোবাসা অনেক বড় কিছু। শিল্পী জীবন ধন্য হয় মানুষের ভালোবাসা পেলে। এভাবেই সারাজীবন সবার ভালোবাসায় সিক্ত হতে চাই।'
পাঠকের মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য (১)
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!