ঢাকাই সিনেমার সোনালি যুগের আলোচিত নায়ক ইলিয়াস কাঞ্চন।
আজ ২৪ ডিসেম্বর এই তারকার ৬৯তম জন্মদিন।
খ্যাতিমান নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত 'বসুন্ধরা' সিনেমার মধ্য দিয়ে ১৯৭৭ সালে রুপালি জগতে পা রাখেন তিনি।
সিনেমার পর্দায় ইলিয়াস কাঞ্চন অভিনীত অনেক সিনেমার গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
আজও তার অভিনীত সিনেমার গানগুলো শ্রোতাদের আন্দোলিত করে যায়।
জন্মদিনে থাকছে ইলিয়াস কাঞ্চন অভিনীত সিনেমার কালজয়ী ১২ গান।
এসব কালজয়ী গানের মধ্যে রয়েছে—'আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে', 'কথা বলবো না বলেছি, 'আজ রাত সারা রাত জেগে থাকবো', 'পৃথিবীর যত সুখ, 'জীবনের গল্প আছে বাকি অল্প', 'তুই তো কাল চলে যাবি', 'বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে', 'আর যাবো না আমেরিকা', 'আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা', 'বেলি ফুলের মালা দিয়ে', ' ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়', 'সবার জীবনে প্রেম আসে'
ইলিয়াস কাঞ্চন তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।
তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—'বসুন্ধরা', 'সুন্দরী', 'ক্ষমা নেই', 'আঁখি মিলন', 'অভিযান', 'নীতিবান', 'স্বর্গ নরক', 'ছেলে কার', 'সহযাত্রী', 'সহধর্মিণী', 'প্রতিরোধ', 'দায়ী কে', 'ভাই বন্ধু', 'ভেজা চোখ', 'বেদের মেয়ে জোছনা', 'আয়না বিবির পালা', 'অন্তর জ্বালা', 'স্বার্থপর', 'এই নিয়ে সংসার', 'আসামি গ্রেফতার', 'আত্মবিশ্বাস', 'বেনাম বাদশা', 'আত্মত্যাগ', 'চরম আঘাত', 'অন্ধ ভালোবাসা', 'আদরের সন্তান', 'বিশ্বাস অবিশ্বাস'।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা নিরাপদ সড়ক আন্দোলনে তার অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন।
ইলিয়াস কাঞ্চন ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন।
পাঠকের মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য (১)
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!