ভারতীয় বাঙালি অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকা ও কলকাতা মিলিয়ে ব্যাপক জনপ্রিয় এ অভিনয়শিল্পীর আজ জন্মদিন।

রূপালি পর্দায় তার আগমন নব্বই দশকে। বাণিজ্যিকের পাশাপাশি ভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন। খ্যাতি, মানুষের ভালোবাসা ও স্বীকৃতি—অর্জন করেছেন সবই।

ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় 'দহন' সিনেমায় অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

বাংলাদেশে তিনি প্রথম অভিনয় করেন ১৯৯৭ সালে। কিংবদন্তি অভিনেত্রী শাবানা প্রযোজিত ওই সিনেমার নাম 'স্বামী কেন আসামী'। মনোয়ার খোকনের পরিচালিত সিনেমাটি বাংলাদেশে বাণিজ্যিকভাবে সাফল্য পায়।

এরপর ঢাকার অন্যান্য প্রযোজক ও পরিচালকরাও ঋতুপর্ণাকে নিয়ে সিনেমা করার আগ্রহ দেখান। তার অভিনীত 'সাগরিকা' সিনেমা নিয়ে অশ্লীলতার অভিযোগ ওঠে। তবুও থেমে থাকেনি ঢালিউডে অভিনয় যাত্রা। একে একে 'রাঙাবউ', 'মেয়েরাও মানুষ'সহ বেশ কিছু সিনেমা করেন ঋতুপর্ণা।

'এক কাপ চা' সিনেমায় অভিনয় করেন নায়ক ফেরদৌসের অনুরোধে। নায়ক মান্নার স্ত্রীর অনুরোধে অভিনয় করেন 'জ্যাম' সিনেমায়, অবশ্য সেই সিনেমাটি এখনো মুক্তি পায়নি।

নায়ক আলমগীর প্রযোজিত ও পরিচালিত 'একটি সিনেমার গল্প' চলচ্চিত্রে তিনি অভিনয় করেন আরিফিন শুভর বিপরীতে।

তার উল্লেখযোগ্য ভারতীয় বাংলা সিনেমার মধ্যে আছে—উৎসব, প্রাক্তন, মন্দ মেয়ের উপাখ্যান, পারমিতার একদিন, রাজকাহিনী, লাল পান বিবি, সুজন সখী, নাগপঞ্চমী, সংসার সংগ্রাম... ইত্যাদি।

ভারতের এই অভিনয়শিল্পী একাধিকবার সাক্ষাৎকার দিয়েছেন দ্য ডেইলি স্টারকে। প্রতিবার তিনি বলেছেন, 'ঢাকার আতিথেয়তা আমাকে মুগ্ধ করে।' জানিয়েছেন, এ দেশের ইলিশ মাছ তার খুব পছন্দের।