ইন্দোনেশিয়ার অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা 'কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন'। গত জুলাইয়ে সিনেমাটি মুক্তির পরই ব্যাপক আলোচনায় আসে। এরপর আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ২৫ সেপ্টেম্বর।
আগামীকাল শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। ইন্দোনেশিয়ান নির্মাতা হাদ্রা দায়েং রাতু পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ইউনিতা সিরেগার, দিন্দা কান্যদেবী প্রমুখ।
ধর্মীয় বিশ্বাস, মানব পাপ ও প্রতিশোধকে ঘিরে নির্মিত ভয়ংকর আধ্যাত্মিক গল্পের সিনেমা 'কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন'। এতে দেখানো হয়েছে, এক নারীর কাহিনি, যিনি বছরের পর বছর অপমান সহ্য করার পর নিজের পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আশ্রয় নেন কালো জাদুর। সেই অভিশাপের ফলে পরিবারটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
'সিজ্জিন' হলো পাপীদের জন্য একটি কারাগার। আর 'ইল্লিয়িন' ধার্মিক ও সৎ ব্যক্তিদের জন্য এক পবিত্র স্থানকে নির্দেশ করে। এই ধারণাগুলোর ভিত্তিতেই চলচ্চিত্রটি গড়ে উঠেছে, যেখানে ধর্মীয় বিশ্বাস ও অন্ধকার জাদুর বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করে।
পাঠকের মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য (১)
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!