ছোটপর্দায় সফল ক্যারিয়ারের পর সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী বড়পর্দায় অভিষেক করে নতুনভাবে মনোযোগ কাড়ছেন। তাদের সিনেমায় যাত্রা, অভিনয়, ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন প্রকল্পগুলো ঘিরে দর্শকদের আগ্রহও ক্রমেই বাড়ছে। 

দর্শকপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বড়পর্দায় অভিষেক করেছেন 'প্রিয় মালতী' সিনেমার মাধ্যমে। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র মালতীর ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ছবিতে আরও ছিলেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাটসহ অনেকে। তার দ্বিতীয় সিনেমা 'সাবা', মাকসুদ হোসাইন পরিচালিত এ ছবিটিও মুক্তির পর দর্শকের কাছে আলোচিত হয়েছে।

ছোটপর্দা ও ওটিটিতে সমান জনপ্রিয় তাসনিয়া ফারিণ প্রথমবার বড়পর্দায় অভিনয় করেন কলকাতার সিনেমা 'আরও এক পৃথিবী'-তে। অতনু ঘোষের নির্দেশনায় নির্মিত এই ছবিতে অভিনয় করে নজর কাড়েন তিনি। তার দ্বিতীয় সিনেমা 'ফাতিমা', পরিচালনা করেছেন ধ্রুব হাসান। ছবিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাইসহ আরও অনেকে। ফারিণ অভিনীত তৃতীয় সিনেমা সঞ্জয় সমদ্দার পরিচালিত 'ইনসাফ'। এতে তার বিপরীতে আছেন শরিফুল রাজ ও গুরুত্বপূর্ণ চরিত্রে মোশাররফ করিম। 

আগামী কয়েক মাসের মধ্যে শাকিব খানের সঙ্গে 'প্রিন্স' নামে একটি সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথাও জানা গেছে।

ছোটপর্দা ও ওটিটির আলোচিত মুখ সাবিলা নূর বড়পর্দায় অভিষেক করেছেন রায়হান রাফীর 'তাণ্ডব' সিনেমায়, শাকিব খানের বিপরীতে। ছবির 'লিচুর বাগান' গানটিতে তার পারফরম্যান্সও বেশ আলোচনা তৈরি করেছে। তিনি শিগগিরই তানিম নূর পরিচালিত নতুন সিনেমা 'বনলতা এক্সপ্রেস'-এ অভিনয় শুরু করবেন। এ ছবিতে থাকছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও শরীফুল রাজ।

ছোটপর্দার আরেক পরিচিত মুখ তানজিন তিশা বড়পর্দায় অভিষেক করছেন 'সোলজার' সিনেমার মাধ্যমে। শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে এটি তার প্রথম সিনেমা। ছবিতে আরও আছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

ছোটপর্দা থেকে বড়পর্দা সবখানেই প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নিয়ামুল মুক্তা পরিচালিত 'কাঠবিড়ালী' সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়াও অনন্য মামুন পরিচালিত 'আবার বসন্ত' ও শাকিব খানের সঙ্গে 'নবাব এলএলবি' সিনেমায় অভিনয় করেছেন স্পর্শিয়া। এ ছাড়াও অভিনেত্রী রোজিনা পরিচালিত সরকারি অনুদানের 'ফিরে দেখা' সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।