নন্দিত লেখক হুমায়ূন আহমেদ বেঁচে নেই, তবে এখনো তার লেখা গল্প ও উপন্যাস পাঠকদের নাড়া দেয়। দেশের অনেক তারকা অভিনয়শিল্পীও তার লেখার ভক্ত।

আগামীকাল ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। দেশের চার তারকা অভিনেত্রী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, হুমায়ূন আহমেদের লেখা কোন উপন্যাস তাদের সবচেয়ে প্রিয়। 

জনপ্রিয় অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা বলেন, আমার প্রিয় লেখক অনেক। প্রিয় বইও অনেক। হুমায়ূন আহমেদও আমার পছন্দের একজন লেখক। তার বই পড়ে আসছেন অসংখ্য পাঠক। সেই শুরুর দিকে তিনি লেখেন 'শঙ্খনীল কারাগার' ও 'নন্দিত নরকে' নামের দুটো উপন্যাস। লাখ লাখ পাঠকরা বই দুটো গ্রহণ করেছেন। এখনো অনেকেই পড়ছেন। 'নন্দিত নরকে' আমার আমার খুবই প্রিয় একটি উপন্যাস। 'নন্দিত নরকে' প্রথমবার পড়ার পর খুব ভালো লাগে। কিছু কিছু বইয়ের কথা সবসময় মনে পড়ে। তেমনই 'নন্দিত নরকে'ও আমার কাছে সবসময় মনে রাখার মতো একটি বই।

তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা হচ্ছে 'আমার আছে জল'। এই নামে একটি উপন্যাস লিখেছেন হুমায়ূন আহমেদ। ওই উপন্যাস থেকেই সিনেমাটি নির্মিত হয়। শুটিং শুরু করার আগে বেশ কয়েকবার বইটি পড়েছি। পড়তে পড়তে খুব ভালো লেগে যায়। সেই থেকে 'আমার আছে জল' খুব পছন্দ এবং স্যারের লেখা আমার প্রিয় বই। পরম যত্ন করে বইটি এখনো রেখে দিয়েছি। মাঝে মাঝে ইচ্ছে করলে পড়ি। এছাড়া হুমায়ূন আহমেদের বেশিরভাগ বই আমার প্রিয়। তার মধ্যে রয়েছে শঙ্খনীল কারাগার, নন্দিত নরকে, বাদশাহ নামদার, এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই।

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান বলেন, হুমায়ূন আহমেদ আমার ভীষণ প্রিয় একজন লেখক। আরও অনেক লেখকের লেখা আমাকে টানে এবং পড়ি। কিন্ত এই লেখকের লেখা বেশি টানে। খুব সহজ ও সরল ভাষায় লেখা তার বইগুলো। তাছাড়া খুব সাধারণ মানুষ ও নিম্নবিত্তদের জীবনের কথা তার লেখায় উঠে এসেছে। তার অনেক বই আমি পড়েছি। সেগুলো থেকে প্রিয় বই বের করা কঠিন। তারপরও বলছি। 'নন্দিত নরকে' আমার প্রচন্ড ভালো লেগেছে। বারবার পড়বার মতো একটি বই। তার লেখা 'বৃষ্টি বিলাস' আমার পছন্দ। 'নন্দিত নরকে' পড়ে আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম। 'বৃষ্টি বিলাস' পড়ে বৃষ্টির প্রেমে পড়েছিলাম। এখনো বই দুটো পড়ার স্মৃতি ভুলিনি।

তারকা অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী বলেন, আমার খুবই প্রিয় একজন লেখক হুমায়ূন আহমেদ। তার বই পড়তে বসা মানে শেষ না করে উপায় নেই। পাঠককে তিনি দারুণভাবে ধরে রাখতে পারেন। অনেক বই পড়েছি প্রিয় লেখকের। সবগুলো ভালো লেগেছে। একটি প্রিয় বইয়ের কথা যদি বলি তাহলে বলব 'অপেক্ষা' উপন্যাসটির কথা। এটি বড় ক্যানভাসের একটি উপন্যাস। কী যে ভালো লেগেছে! সত্যি কথা বলতে মনে দাগ কেটে গেছে। এখনো মনে পড়ে। আসলে কেউ না কেউ কারও জন্য অপেক্ষা করেন। এই কঠিন সত্যটা তিনি দারুণভাবে তুলে ধরেছেন। শেষটা পড়ার পর মনে দাগ কেটে গেছে। 'অপেক্ষা' বইয়ের কথা কখনো ভুলব না। এছাড়া তার লেখা 'পুফি' আমার অনেক পছন্দ।