টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা নাটকে একসময় নিয়মিত অভিনয় করতেন। পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে নতুন একটি সিনেমার শুটিং চলছে সুনামগঞ্জের একটি গ্রামে। একইসঙ্গে ঢাকা থিয়েটারের নতুন নাটক নির্দেশনা দিচ্ছেন তিনি।
নতুন সিনেমা ও মঞ্চ নাটক নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন ফারুক আহমেদ।
নতুন সিনেমা নিয়ে তিনি বলেন, নতুন সিনেমায় নতুন একটি চরিত্রে অভিনয় করছি। খুব পছন্দ হয়েছে চরিত্রটি। কেননা, অনেকদিন পর এরকম ভালো একটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পারবেন। ভিন্ন একটি কাজ হতে যাচ্ছে। ভিন্ন ভিন্ন কাজই আসলে করতে চাই।
'আমার অভিনীত সিনেমার নাম "বিদায়"। বডিগার্ডের চরিত্রে অভিনয় করছি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বডিগার্ড হিসেবে। কিন্তু, একসময় দেখা যাবে আমি শুধু বডিগার্ড না, আরও অনেক কিছু। চেয়ারম্যানকে তুই-তোকারি করে কথা বলি। অনেক চমক আছে।'
'বিদায়' সিনেমায় ফারুক আহমেদ অভিনয় করছেন বাপ্পারাজের সঙ্গে। এটি পরিচালনা করছেন মেহেদী হাসান। তিনি বলেন, বাপ্পারাজের সঙ্গে প্রথমবার সিনেমা করছি। কিছুদিন আগেই পরিচয় হয়েছে। সিলেটে একই ফ্লাইটে আমরা এসেছি। এয়ারপোর্ট থেকে একসঙ্গে শুটিং স্পটে গিয়েছি। দারুণ আড্ডা দিয়েছি একসঙ্গে।
'তার বড় মনের পরিচয় আমাকে মুগ্ধ করেছে। আমাকে তিনি ভাই বলে ডাকেন, আমিও তাই ডাকি। একই হোটেলে আছি আমরা। এখন বন্ধুত্ব হয়ে গেছে। নিপাট ভদ্রলোক তিনি।'
শুটিং কেমন চলছে, জানতে চাইলে ফারুক বলেন, শুটিং খুব ভালো হচ্ছে। প্রত্যন্ত গ্রামে শুটিং করছি। প্রচুর ভিড় হচ্ছে প্রতিদিন। কিন্তু কেউ কোনো সমস্যা করছেন না। এলাকার মানুষের সহযোগিতা পাচ্ছি।
ফারুক আহমেদ দীর্ঘ কয়েক দশক ধরে ঢাকা থিয়েটারের সঙ্গে জড়িত। এই দলের হয়ে অনেক নাটকে অভিনয় করেছেন। এবারই প্রথম তিনি নিজ দলের একটি নতুন মঞ্চ নাটক নির্দেশনা দিচ্ছেন। নাটকের নাম 'রং মহল'।
নতুন নাটক নিয়ে তিনি বলেন, আমার নিজ দল ঢাকা থিয়েটার। অনেক আনন্দের ও সুখের স্মৃতি জড়িয়ে আছে ঢাকা থিয়েটারকে ঘিরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছি। এবার দলের হয়ে নাটক নির্দেশনার দায়িত্ব পেয়ে ভালো লাগছে। দল প্রধান নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।
এই সময়ে এসে কী ধরনের চরিত্রে অভিনয় করতে চান, জানতে চাইলে এই অভিনেতা বলেন, ভিন্নরকম চরিত্রে অভিনয় করতে চাই। 'বিদায়' সিনেমায় সেরকম একটি চরিত্রই করছি।
পাঠকের মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য (১)
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!