অবশেষে পূর্ণ অ্যালবাম নিয়ে ফিরছে কে-পপ সুপারস্টার ব্যান্ড বিটিএস। আগামী ২০ মার্চ তাদের নতুন অ্যালবাম প্রকাশিত হবে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক জানিয়েছে, অ্যালবামটি হবে দীর্ঘ প্রতীক্ষা শেষে ব্যান্ডটির সদস্যদের একসঙ্গে ফেরার উপলক্ষ।

ফ্যান প্ল্যাটফর্ম ওয়েভার্সে এক ঘোষণায় বিটিএস জানায়, এটি হবে তাদের পঞ্চম পূর্ণ অ্যালবাম। নতুন অ্যালবামে মোট ১৪টি গান থাকছে।

এই অ্যালবামের মাধ্যমে প্রায় চার বছর পর আবার একসঙ্গে ফিরবে বিটিএস।

এর আগে ২০২২ সালের জুনে প্রকাশিত হয়েছিল তাদের অ্যান্থলজি অ্যালবাম 'প্রুফ'। পাশাপাশি, এটি হবে ছয় বছরের বেশি সময় পর ব্যান্ডটির প্রথম পূর্ণ অ্যালবাম। সর্বশেষ পূর্ণ অ্যালবাম 'ম্যাপ অব দ্য সোল: ৭' প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে বিটিএস ঘোষণা করেছে, তাদের আসন্ন বিশ্ব সফরের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে আগামী ১৪ জানুয়ারি। এটি হবে ২০২২ সালের এপ্রিলের পর তাদের প্রথম বড় আকারের ওয়ার্ল্ড ট্যুর।

ফেরার প্রচারণার অংশ হিসেবে বিটিএস ইতোমধ্যে চালু করেছে নতুন অফিসিয়াল ওয়েবসাইট—www.2026bts.com। এই ওয়েবসাইটে আগামী কয়েক সপ্তাহ অ্যালবাম ও বিশ্ব সফরসংক্রান্ত নিয়মিত আপডেট প্রকাশ করা হবে।