দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু একসঙ্গে বহু নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন। দীর্ঘদিন পর আবার এই জুটিকে দেখা যাবে 'হেডলাইন' ওয়েব সিরিজে।
'তাকদীর', 'কারাগার' খ্যাত সৈয়দ আহমেদ শাওকীর চিত্রনাট্যে সালেহ সোবহান অনীমের পরিচালনায় ওয়েব সিরিজটির নাম 'হেডলাইন'।
একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, হইচই-এর জন্য নির্মাণ হতে যাওয়া রাজনৈতিক থ্রিলার ধাঁচের এই সিরিজে থাকছেন অপূর্ব ও বিন্দু।
চলতি মাসে অপূর্ব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর শুটিংয়ে অংশ নেবেন।
পাঠকের মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য (১)
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!