পরিচালক শিহাব শাহীন ড্রামা, থ্রিলার, রোমান্টিক গল্পে কনটেন্ট বানাচ্ছেন বিরতিহীনভাবে। প্রেক্ষাগৃহের সিনেমার পর আবারও তিনি ফিরছেন ওটিটির সিনেমা নিয়ে। চরকি অরিজিনাল ফিল্মটির নাম 'তোমার জন্য মন'।
আগামী ৫ নভেম্বর রাত ১২টায় মুক্তি পাবে চরকিতে।
ফিল্মটিতে অভিনয় করছেন ইয়াশ রোহান ও তটিনী। এতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলুসহ অনেকে। এর গল্প, চিত্রনাট্য সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। ইমন চৌধুরীর গান রয়েছে ফিল্মটিতে। এর আবহসংগীত করেছেন খৈয়াম সানু সন্ধি।
পরিচালক শিহাব শাহীন জানান, 'তোমার জন্য মন' মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণের সম্পর্কের গল্প। এটা একটা ফিল গুড রোমান্টিক গল্পের কনটেন্ট। এর আগে যেটা হয়েছে, আমার আর চরকির মধ্যে কেমন গল্প করা যায়, কী করলে ভালো হয়, এসব নিয়ে কথা হয়েছে। কিন্তু এবার আমিই গল্প ঠিক করে বলেছি যে এই গল্পটি আমি বানাতে চাই।
অভিনেত্রী তটিনী বলেন, গল্পটা অর্ধেকের মতো শোনার পর আমি যেমনটা ধারণা করছিলাম সেরকম তো হলোই না, বরং এমন একটা কিছু হলো যেটা অপ্রত্যাশিত। এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করলো কাজটি করার জন্য এবং আমি শিহাব ভাইকে সঙ্গে সঙ্গেই জানাই যে আমি কাজটি করতে চাই।
অভিনেতা ইয়াশ রোহান বলেন, শিহাব শাহীন ভাই স্ক্রিপ্ট দেওয়ার আগে আমার ডেটস আছে কি না জানতে চেয়েছিলেন। কিন্তু আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম এবং ডেটসও ছিল না। তারপরও বললাম স্ক্রিপ্ট পাঠাতে এবং সেটা পড়ার পর আমার মনে হলো কাজটা করা দরকার।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, দর্শকদের জন্য আমাদের সবসময় নতুন কিছু করার চেষ্টা থাকে। এই চেষ্টায় শিহাব শাহীন পরীক্ষিত এক নাম। এর আগেও চরকির ফিল গুড রোমান্টিক গল্পে দর্শকদের মন জয় করেছেন তিনি। সব কিছু মিলিয়ে নিশ্চয়ই দর্শকরা আবারও একটি দারুণ কনটেন্ট পেতে যাচ্ছেন।
পাঠকের মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য (১)
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!