বলিউডের হরর-কমেডি সিনেমা থাম্মা বক্সঅফিস মাতাচ্ছে। আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমাটি মুক্তির মাত্র আট দিনে ভারতের বক্স অফিসে ১০১ কোটি ৩ লাখ রুপি আয় করেছে। আর বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১২০ কোটির রুপির বেশি।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সিনেমাটি ভারতে ৫ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। এ নিয়ে ভারতে মোট আয় দাঁড়িয়েছে ১০১ কোটি ৩ লাখ রুপি। আর বিশ্বব্যাপী থাম্মার আয় দাঁড়িয়েছে ১২০ কোটির রুপির বেশি।

মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও থাম্মা দর্শকদের কাছে ভালো সাড়া পাচ্ছে।

থাম্মা ‍মূলত একটি হরর-কমেডি রোমান্টিক সিনেমা। প্রধান চরিত্রে অভিয়ন করেছেন রাশমিকা মান্দানা ও আয়ুষ্মান খুরানা। গল্পের কেন্দ্রীয় চরিত্র আলোক গোয়েল (আয়ুষ্মান খুরানা) পেশায় একজন সাংবাদিক। একদিন তিনি রহস্যে মোড়া এক ভূতুড়ে জঙ্গলে প্রবেশ করেন। যেখানে তার দেখা হয় এক অদ্ভুত নারী তাড়কার (রাশমিকা মান্দানা) সঙ্গে। তাড়কা আসলে মানুষ নয়, তিনি এক অমর আত্মা বা প্রেতসত্তা, যার চারপাশে আছে অলৌকিক শক্তি।

আলোক ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায়। কিন্তু দ্রুত বুঝতে পারে, সেই প্রেমের পরিণতি হবে ভয়ংকর। তাড়কার সংস্পর্শে এসে আলোক নিজেই বেতাল বা ভ্যাম্পায়ারে পরিণত হয়।

এদিকে তাদের প্রেমকাহিনিতে প্রবেশ করে এক নতুন আতঙ্ক যক্ষাসন (নওয়াজউদ্দিন সিদ্দিকী)। তিনি হলেন ভ্যাম্পায়ারদের রাজা। যক্ষাসন তাড়কা ও আলোকের সম্পর্ক মেনে নিতে পারে না এবং শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। গল্পের শেষভাগে দেখা যায়, প্রেম, মৃত্যু ও অমরত্বের সীমানা মিলেমিশে জটিল, রহস্যে ভরা যাত্রায় পরিণত হয়।