বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ একসঙ্গে কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত একটি সিনেমায় অভিনয়ের কথা শোনা যাচ্ছে।

ওই দুই অভিনয়শিল্পী সম্প্রতি নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে কলকাতায় বৈঠক করেছেন। সবকিছু ঠিক থাকলে এই সিনেমার শুটিং আগামী বছরের প্রথমদিকে শুরু হবে বলে জানা গেছে।

কলকাতায় এই নতুন সিনেমার মিটিংয়ের পাশাপাশি কোয়েল মল্লিক অভিনীত 'স্বার্থপর' সিনেমার বিশেষ প্রিমিয়ারে দেখা মিলেছে বাংলাদেশের এই দুই অভিনয়শিল্পীর। যেখানে উপস্থিত ছিলেন কলকাতার প্রসেনজিৎ, জিত, দেব, নুসরাতসহ অনেকেই। তারা সবাই কোয়েল মল্লিকের আমন্ত্রণে সেখানে গিয়েছেন।

চঞ্চল চৌধুরী গৌতম ঘোষ পরিচালিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত 'মনের মানুষ' ও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

তাসনিয়া ফারিণ কলকাতার নির্মাতা অতনু ঘোষ পরিচালিত 'আরও এক পৃথিবী' সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।