শাবানা-আলমগীর জুটি অভিনীত 'চাষীর মেয়ে' মুক্তির পাঁচ দশক পেরিয়েছে।
মুক্তির পাঁচ দশক উপলক্ষে আগামীকাল বিকেল ৩টা ০৫ মিনিটে একটি বেসরকারি চ্যানেলে সিনেমাটি প্রচারিত হবে।
বাবুল চৌধুরী পরিচালিত ও চিত্রা জহির প্রযোজিত সিনেমাটি ১৯৭৫ সালের ২০ জুন মুক্তি পেয়েছিল।
এই সিনেমাতে আরও অভিনয় করেছেন, সুজাতা, প্রবীর মিত্র, সুভাষ দত্ত, আনোয়ারা, টেলি সামাদ।
সিনেমাটির কাহিনি লিখেছেন সাঈদুর রহমান সাঈদ, সংলাপ রচয়িতা আশীষ কুমার লৌহ। সংগীত পরিচালক সত্য সাহা, গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার।
গানগুলোতে কণ্ঠ দিয়েছেন, সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আবদুল হাদী।
পাঠকের মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য (১)
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!