কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য ভি দক্ষিণ কোরিয়ার সিউলে চিওংদাম-ডংয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। যার বাজার মূল্য ১৪ দশমিক ২ বিলিয়ন ওন বা প্রায় ১০ দশমিক ১ মিলিয়ন ডলার।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রিয়েল এস্টেট রেকর্ডের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, গত ১৭ সেপ্টেম্বর তিনি ২৭৩ দশমিক ৯৬ বর্গমিটার আয়তনের এই অ্যাপার্টমেন্টের ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করেন।
পাঁচটি শয়নকক্ষ ও তিনটি বাথরুম বিশিষ্ট অ্যাপার্টমেন্টটি কোনো মর্টগেজ ছাড়াই সম্পূর্ণ নগদে কেনা হয়েছে। গত মে মাসে এর চুক্তি স্বাক্ষর হয়। এবার অর্থ পরিশোধের পর মালিকানা হস্তান্তর করা হয়েছে।
পিএইচ১২৯ (আগের নাম পেন্টহাউস) দক্ষিণ কোরিয়ার সবচেয়ে অভিজাত অ্যাপার্টমেন্টগুলোর একটি। ২০২০ সালে হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নির্মিত এই কমপ্লেক্সে ২০ তলায় ২৯টি ইউনিট রয়েছে, সিলিংয়ের উচ্চতা ৭ মিটার পর্যন্ত।
পাঠকের মন্তব্য
আপনার মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য (১)
সাকিব আহমেদ
২ দিন আগেখুব গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের বর্তমান পরিস্থিতির সঠিক প্রতিফলন দেখা গেছে। ধন্যবাদ!